এইদিন ওয়েবডেস্ক,বাঘলান,১৫ মার্চ : আফগানিস্তানের বাঘলানে তালিবান ও প্রতিরোধ ফ্রন্ট বাহিনীর (Resistance Front forces) মধ্যে বন্দুক লড়াইয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে ৮ জন তালিবান ও ২ জন প্রতিরোধ ফ্রন্টের বাহিনীর সদস্য বলে জানা গেছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাতে বাঘলান প্রদেশের আন্দ্রাব উপত্যকার পুল হিসার জেলার তাগাঙ্ক গ্রামে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছিল তালিবান সদস্যরা । সেই সময় প্রতিরোধ ফ্রন্টের বাহিনীর সদস্যরা রুখে দাঁড়ায় । তারপর দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয় । গুলির লড়াইয়ে ৮ জন তালিবান এবং ২ জন প্রতিরোধ ফ্রন্টের বাহিনী সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয় । উল্লেখ্য, গরম শুরু হওয়ার পর আন্দ্রাব বাঘলানে তালিবানের সঙ্গে প্রতিরোধ ফ্রন্ট বাহিনীর এটাই প্রথম সংঘর্ষ । যদিও এই বিষয়ে কিছু জানায়নি তালিবান ।।