এইদিন ওয়েবডেস্ক,খাইবার পাখতুনখাওয়া,০৫ ফেব্রুয়ারী : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি সামরিক চৌকিতে সশস্ত্র বিরোধীদের হামলার পর অন্তত ১০ পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছে । সোমবার স্থানীয় সময় ভোর ৩ টে নাগাদ দিরা ইসমাইল খানের “দারাবন” এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে । খাইবার পাখতুনখোয়া পুলিশ কমান্ডার আখতার হায়াত গন্ডাপুর বলেছেন যে পাকিস্তান সরকারের ৩০ জনেরও বেশি সশস্ত্র বিরোধীরা তিন দিক থেকে ঘিরে এই থানা ভবনে আক্রমণ করেছিল।
গন্ডাপুর এএফপিকে বলেন, হামলাকারীরা অল্প সময়ের জন্য ওই এলাকার থানা নিয়ন্ত্রণে নেয় এবং আধা ঘণ্টা পর সংঘর্ষের অবসান হয়।রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া হামলাকারীদের সন্ধানেতল্লাশি অভিযান শুরু করেছে।যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের তিন দিন আগে এই হামলার ঘটনা ঘটল । প্রায় দুই মাস আগে, এই এলাকায় পাকিস্তান তেহরিক-ই-তালিবানের সদস্যদের হামলায় কমপক্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়।।