এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,১৭ ডিসেম্বর : ফরাসি শহর লিয়নের (Lyon) কাছে ভল্ক্স-এন-ভেলিনের (Vaulx-en-Velin) একটি একটি আবাসিক ভবনে আগুন লেগে ৫ শিশুসহ ১০ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে । আরও ১৪ জন অগ্নিদগ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । শুক্রবার ভোররাত ৩ টের দিকে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে । তবে আগুন লাগার কারন নিশ্চিত নয় । ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন এই অগ্নিকান্ডকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন ।আবাসনের নিচের তলা থেকে আগুন ছড়িয়েছিল বলে জানা গেছে । ভল্ক্স-এন-ভেলিন শহরে ৪৩,০০০ মানুষের বসবাস । এটি রোন অঞ্চলের সবচেয়ে দরিদ্র এলাকাগুলির মধ্যে একটি ।
উল্লেখ্য,২০১৯ সালে প্যারিসের একটি আবাসিক ভবনে অগ্নিসংযোগের হামলায় ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছিল । তারপরে এটি সবচেয়ে বড় ঘটনা । ভল্ক্স-এন-ভেলিন শহরের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনাকে অনেকে নাশকতা বলে মনে করছেন । জেরাল্ড দারমানিন জানিয়েছেন,এই ঘটনার বিষয়ে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে যোগাযোগ করেছিলেন । অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে ।।