এইদিন ওয়েবডেস্ক,থাইল্যান্ড,৩০ জুলাই : থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে শতাধিক । শনিবার বিকেল ৩টার দিকে থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলুকে এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে । প্রদেশের গভর্নর সানান পংকেসোর্ন বলেছেন,আতশবাজি গুদামে ধাতব পাত ঝালাইয়ের কাজ চলছিল । সেই সময় আগুনের স্ফুলিঙ্গ আতশবাজি তৈরির মশলার উপর এসে পড়লে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে । তিনি জানান,বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ।
দমকলবাহিনীর সন্দেহ ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু মানুষ চাপা পড়ে আছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ।
অন্যদিকে একই দিনে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে তিন মহিলা সহ আটজন নিহত হয়েছে । জেলার পালায়পেটাই আতশবাজি কারখানায় আচমকা বিস্ফোরণ ঘটলে আশেপাশের বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন ।।

