এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,৩০ অক্টোবর : শনিবার ইরাকের রাজধানী বাগদাদের আবাসিক এলাকায় একটি ফুটবল স্টেডিয়াম এবং একটি ক্যাফেটেরিয়ার কাছে বিস্ফোরণে অন্তত ১০ জন মারা গেছে । আহত হয়েছেন ২০ জনের বেশি । বিস্ফোরণের সময় স্টেডিয়ামে ফুটবল খেলা চলছিল । খেলোয়াড়দের অধিকাংশ জন হতাহত হয়েছে বলে জানা গেছে । যদিও কর্তৃপক্ষ বিস্ফোরণের আনুষ্ঠানিক কারণ নিশ্চিত করেনি । নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক যন্ত্র স্টেডিয়ামের কাছে পার্ক করা একটি গাড়িতে লাগানো ছিল । ডিভাইসটি সক্রিয় হওয়ার পরে কাছাকাছি একটি গ্যাস ট্যাঙ্কার ট্রাকে বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে । বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে ইরাকের রাজধানীর বেশিরভাগ অংশে শোনা গিয়েছিল । আশপাশের ঘরবাড়ি কেঁপে ওঠে । কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে । নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে,’আমরা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছি ।’ তাদের দাবি,এটি নিছক একটি দুর্ঘটনা, কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয় । যদিও ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনার জন্য দায়ীদের শাস্তির কথাও বলেছেন ।
অন্যদিকে একই সময়ে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে কাছে জনবহুল এলাকায় পরপর দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে । বিস্ফোরণে বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ইসে কুনাসহ (Mohamed Isse Koonaa) বহু মানুষ হতাহত হয়েছে বলে খবর । প্রসঙ্গত,ইসে কুনার মা-বাবা বন্দুকধারীর হামলায় নিহত হয়েছিলেন । তাঁর একমাত্র ভাই দক্ষিণ আফ্রিকায় সশস্ত্র গ্যাং দ্বারা নিহত হয়েছিল । এবার সন্ত্রাসবাদীদের হামলাতেই মৃত্যু হল এই সাংবাদিকের ।।