এইদিন ওয়েবডেস্ক,কুয়ালালামপুর,১৮ আগস্ট : এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর একটি প্রাইভেট জেট সোজা চলে যায় বিমানবন্দরের পাশে জনবহুল সড়কপথে । সেখানে একটি মোটরসাইকেল ও একটি গাড়ির সঙ্গে প্রাইভেট জেটের সংঘর্ষ হয় । সংঘর্ষ হতেই আগুন ধরে যায় মোটরসাইকেল ও গাড়িতে । গুরুতর জখম হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন । তাদের মধ্যে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর । আহত হয়েছে আরও কয়েকজন । দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শহরতলির একটি বিমানবন্দরে ।
মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তা হুসেইন ওমর খান বলেন, বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মহাসড়কে একটি মোটরসাইকেল ও একটি গাড়ির সঙ্গে বিমানটির সংঘর্ষ হয় ।কোন জরুরী কল ছিল না, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল ।’ তবে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখনও বিমান দুর্ঘটনার সঠিক কারণ ঘোষণা করেনি ।।