এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,০৯ অক্টোবর : নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ ৬০ জন । শুক্রবার তীব্র বন্যার মধ্যে ৮৫ জন যাত্রীকে নিয়ে যাওয়ার সময় নৌকাটি উল্টে যায় । শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে । শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরের দিকে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমুর ।
নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল এবং তা চালু হওয়ার কিছু সময় পরই একের পর এক ঢেউয়ের তোড়ে সেটি উল্টে গিয়ে ডুবে যায় বলে জানা গেছে । চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ বেশ কয়েকটি রাজ্য ২৯ বার বন্যার সম্মুখীন হল। বন্যার জলে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে । বন্যার কবলে পরেছে অন্তত ৫ লাখ মানুষ । বন্যায় বড় একটি সড়কের ভয়াবহ ক্ষতি হয়েছে । যে কারণে বাসিন্দাদের অনেককেই নৌকায় চেপে যাতায়াত করতে হচ্ছে।গত দুই বছর এমনিতেই দেশটির দরিদ্রদের খাবার যোগাড়ে হিমশিম খেতে হচ্ছে, বাড়তে থাকা বন্যার কারনে এখন খাদ্য সামগ্রীর দাম আকাশ ছোঁওয়া হয়ে গেছে ।।