এইদিন ওয়েবডেস্ক,নিউ সাউথ ওয়েলস,১২ জুন : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের হান্টার অঞ্চলের ভয়াবহ বাস দূর্ঘটনা ঘটেছে । জানা গেছে, ওই বাসে চড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ফিরছিল বেশ কিছু মানুষ । রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিডনি থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গ্রেটা শহরের কাছে একটা বাঁকের কাছে বাসটি এলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । দূর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয় এবং আরও ২৫ জন আহত হয়েছেন । দুর্ঘটনায় ১৮ জন যাত্রী অক্ষত ছিলেন । অস্ট্রেলিয়ার প্রায় 30 বছরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা । সোমবার পুলিশ জানিয়েছে, বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে চালকের বিরুদ্ধে ।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী,হান্টার অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানের পর ৩৫ জন যাত্রীকে নিয়ে বাসটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গোলচত্বরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । ওই এলাকাটি একটি গ্রামীণ এলাকা যা তার আঙুরের বাগান এবং বিয়ের স্পটের জন্য বিখ্যাত ।
পুলিশ জানিয়েছে,৫৮ বছর বয়সী চালককে বাধ্যতামূলক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিহত ও আহতদের পরিবারের প্রতি তার “গভীর সমবেদনা” প্রকাশ করেছেন ।।