এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ জুলাই : মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ বুধবার (৯ জুলাই) জালান পেতালিংয়ের একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি বাংলাদেশি মুসলিম মহিলাসহ ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার করেছে । তবে তারা স্বেচ্ছায় নাকি মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে এই পেশায় নিযুক্ত হয়েছিল তা এখনো স্পষ্ট নয় । কুয়ালালামপুর অভিবাসন পরিচালক ওয়ান সৌপি ওয়ান ইউসুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুলাই দুপুর সোয়া ১টায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়া। উদ্ধারকৃত নারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় মহিলা রয়েছে বলে জানা গেছে ।
ওয়ান সৌপি আরও জানান, একজন ভুক্তভোগী দাবি করেছেন- সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে ‘বিক্রি’ করে দিয়েছে এবং তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকজন খরিদ্দার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে । তিনি বলেন,মনে করা হচ্ছে পতিতালয়টি সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এবং পথচারীদের খরিদ্দার হিসেবে টার্গেট করে।
অভিযান চলাকালীন পতিতালয়ের তিনজন স্থানীয় ব্যক্তিকে মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ এর ১২ ধারায় তদন্ত চলছে।
এছাড়া অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১৬ জন পুরুষ খদ্দেরকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নয়জন নেপালি, দুজন বাংলাদেশি এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক। প্রতিটি খদ্দেরের কাছ থেকে প্রায় ৬০ রিঙ্গিত আদায় করা হতো বলে ধারণা করা হচ্ছে ।।

