এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৪ ডিসেম্বর : কুখ্যাত সন্ত্রাসবাদীদের জন্মদাতা পাকিস্থান আজ নিজেদের কুকীর্তির পরিনাম ভোগ করছে । ভারতকে ব্যাতিব্যস্ত করতে তারা যে কালসাপ লালন পালন করেছিল আজ তারাই ছোবল বসাচ্ছে পাকিস্থানের বুকে । নিত্যদিন শিকার হতে হচ্ছে পাকিস্থানি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে । ফের একবার পুলিশকে নিশানা করল তেহরিক-ই- তালেবান পাকিস্তানের যোদ্ধারা । শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ শহরে আত্মঘাতী হামলায় একজন পুলিশ কর্মকর্তা ও দুই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন । আহত হয়েছে আরও ১০ পাকিস্তানি নাগরিক ।
শুক্রবার সকাল প্রায় ১০ টা নাগাদ ইসলামাবাদের আই-১০ এলাকার কাছে এই হামলার ঘটনাটি ঘটে ।পাকিস্তানের পুলিশ জানিয়েছে,তারা যখন একটি গাড়ির সন্ধানে শহরের রাস্তায় নাকা চেকিং চালাচ্ছিল সেই সময় আত্মঘাতী হামলাটি হয় । তেহরিক-ই-তালেবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে ।
প্রসঙ্গত, তেহরিক-ই-তালেবান পাকিস্তান সাম্প্রতিক সপ্তাহগুলিতে শহরগুলিতে এবং এই দেশের সামরিক কেন্দ্রগুলিতে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দিন কয়েক আগে একটি পুলিশ চৌকি দখল করে নেয় ওই চরমপন্থী সংগঠনের সদস্যরা । তার আগে খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) পুলিশের একটি ঠিকানায় হামলা চালিয়ে কয়েকজন পুলিশকর্মীকে গুলি করে মেরে বেশ কয়েকটি একে-৪৭ রাইফেল লুট করে পালিয়ে যায় তারা ।।