দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল তৃণমূল সভাপতি অসীম দাস খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল সিআইডি । মঙ্গলকোটের চাকদা গ্রামের বাসিন্দা নজরুল শেখ নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার সকালে তাকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি সুত্রে জানা গেছে । এদিনই ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতের ৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
গত ১২ জুলাই সন্ধ্যা সাতটা নাগাদ কাসেমনগর বাজার থেকে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় সিউর বাসস্ট্যান্ডের কাছে অসীম দাসকে আটকে গুলি করে খুন করে দুস্কৃতীরা। এই খুনের ঘটনায় সিট গঠন করে প্রথমে তদন্ত শুরু করলেও শেষপর্যন্ত সিআইডিকে তদন্তভার দেয় রাজ্য প্রশাসন ।
তদন্তভার নেওয়ার পরেই ৪ জুলাই রাতে আউশগ্রামের ফতেপুর গ্রাম থেকে সিআইডি গ্রেফতার করে রফিকুল শেখ নামে এক দুস্কৃতীকে । মঙ্গলকোটের কোটালঘোষ গ্রামের বাসিন্দা রফিকুল খুনের ঘটনার পর থেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। রফিকুলকে ধরার পর অসীম দাস খুনের মূল ষড়যন্ত্রকারী রাজু শেখকে গ্রেফতার করে সিআইডি । এবার শেখ রাজুর ছায়াসঙ্গী নজরুল শেখ সিআইডির হাতে ধরা পড়ল ।
সিআইডির তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন,ঘটনার দিন বিকালে কাশেমনগর বাজারে অসীমবাবুর সঙ্গে বসেছিল নজরুল । তখন থেকেই অসীমবাবুর সমস্ত গতিবিধি সুপারি কিলারদের কাছে সে আপডেট দিচ্ছিল বলে খবর । এই খুনের মামলায় নজরুল শেখকে নিয়ে এযাবৎ মোট ৭ জনকে গ্রেফতার করল সিআইডি ।।