এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৮ জুন : অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারনে ১০ লাখ সুদানী নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে বলে জানালো জাতিসংঘ । মঙ্গলবার জাতিসংঘ বলেছে যে অভ্যন্তরীণ সংঘাতের শুরু থেকে এযাবৎ ৬ লাখ সুদানী মিশর, চাদ, দক্ষিণ সুদান এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সহ প্রতিবেশী দেশগুলিতে পালিয়ে গেছে । জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল রউফ মাজউ বলেন, ‘দুর্ভাগ্যবশত, দারফুরের পরিস্থিতির দিকে তাকালে এই সংখ্যা সম্ভবত এক মিলিয়ন ছাড়িয়ে যাবে ।’ তিনি আরও বলেন,’অনেক মহিলা এবং শিশু এখন আহত হয়ে চাদে আসছে এবং এটি খুবই উদ্বেগজনক। দারফুরের পরিস্থিতি খারাপ হওয়ার সাথে সাথে, খুব কম লোকই সীমান্তে থাকতে চায়।’
প্রসঙ্গত,ক্ষমতা দখলের লক্ষ্যে বিগত দুই মাসেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে সুদানের সেনাবাহিনী ও প্রতিক্রিয়াশীল বাহিনী । এসব সংঘাত রাজধানীতে ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম সুদানের “দারফুর” অঞ্চলে ব্যাপক সহিংসতার সৃষ্টি করেছে ।জাতিসংঘের মতে, সুদানের ২৫ মিলিয়ন মানুষ, যা দেশের জনসংখ্যার অর্ধেকের সমতুল্য, সাহায্যের তীব্র প্রয়োজন ।।