এইদিন ওয়েবডেস্ক,আমস্টারডাম,২৮ জুন : ভয়াবহ টর্নেডো আঘাত হানলো নেদারল্যান্ডসের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমুদ্র উপকুলবর্তী শহর জিরেকিজিতে । টর্নোডোর হানায় মৃত্যু হয়েছে ৭৩ বছরের এক বৃদ্ধার । জানা গেছে,নিহত বৃদ্ধা একজন পর্যটক । হেগের কাছে ওয়াসেনার শহরের বাসিন্দা ওই মহিলার মাথায় বাড়ির ছাদের টাইলস এসে পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান । টর্নেডোর হানায় আহত হয়েছে আরও ৭ জন । জিল্যান্ড প্রদেশের অন্তর্গত ওই শহর জিরেকিজিতে কার্যত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অল্প সময়ের ওই টর্নেডোটি । উড়ে গেছে বহু বাড়ির ছাদ । বহু গাছ উপরে পড়েছে । আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।
ডাচ আবহাওয়া সংস্থা কেএনএমআই জানিয়েছে, নেদারল্যান্ডসে টর্নেডোর হানা খুবই বিরল ঘটনা । সর্বশেষ মারাত্মক টর্নেডো আঘাত হেনেছিল ১৯৯২ সালে । এর আগে ১৯৭২ এবং ১৯৮১ সালে ভয়াবহ টর্নেডো আঘাত হানে ।।