দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ নভেম্বর : লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বোলেরো গাড়ির চালকের । গুরুতর আহত এক শিশুসহ আরও ৫ যাত্রী । গুরুতর আহত হয়েছেন লরির চালকও । রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামে ডিভিসি ক্যানেল সংলগ্ন এলাকায় বর্ধমান-বোলপুর ২-বি জাতীয় সড়কে । মৃতের নাম সোহেল সেখ(২৮) । পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে । লরি ও বোলেরো গাড়িটি আটক করেছে পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ওড়গ্রামে ডিভিসি ক্যানেল সংলগ্ন এলাকায় ২-বি জাতীয় সড়কের পাশে একটি লরি দাঁড়িয়েছিল । লরিটি গুসকরার মুখে আসার সময় আচমকা বিকল হয়ে যায় । এদিন প্রায় সাড়ে তিনটে নাগাদ গুসকরামুখী অপর একটি লরি দাঁড়িয়ে থাকা লরিটির পাশ দিয়ে যাওয়ার বিপরীত দিক থেকে বোলেরো গাড়িটি চলে আসে । গাড়িটি প্রচন্ড গতিতে আসছিল বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা । ফলে দুই লরি কাছাকাছি চলে এলে বোলেরোর চালক গুসকরার মুখে যাওয়া লরির এক পাশে সজোরে ধাক্কা দেয় । তারপর রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে গাড়িটি । সংঘর্ষের জেরে বোলেরোর মাথার ছাদ উড়ে যায় । কার্যত তালগোল পাকিয়ে যায় গাড়ির সামনের বেশ কিছুটা অংশ । পুলিশকে গাড়ির পাত কেটে চালক ও যাত্রীদের বের করতে হয় । পরে তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । জানা গেছে, বোলেরো গাড়ির চালক সোহেল সেখের বাড়ি আউসগ্রাম থানার জয়কৃষ্ণপুর গ্রামে । আহতরা একই এলাকার বাসিন্দা । আহত লরি চালকের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ ।।