এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : মাঠে ধান রোয়ানোর কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির । গুরুতর আহত ৪ মহিলাসহ ৫ জন । শনিবার বিকেল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিল্বগ্রামে । মৃতের নাম বনমালি ধারা(৬০) । বিল্বগ্রামেই তাঁর বাড়ি । একই গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বাগদি,শেফালি বাগদি, মমতা বাগদি, মঞ্জু বাগদি ও রবি বাগদি গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকাল থেকেই গ্রামের এক কৃষকের জমিতে ধান বোনার কাজ করছিলেন ওই ৬ জন খেতমজুর । সারাদিন আবহাওয়া মোটামুটি ঠিকঠাক থাকলেও বিকেল নাগাদ আচমকা ঘন কালো মেঘে ছেয়ে যায় । শুরু হয় মুশলধার বৃষ্টিপাত । পাশাপাশি মুহূর্মুহু বজ্রপাত শুরু হয় । এই দেখে ওই ৬ জন মিলে বাড়ি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেলেন । আর ঠিক সেই সময়েই মাঠে বাজ পড়লে তাঁরা সকলে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন । ঘটনাস্থলেই মৃত্যু হয় বনমালি ধারার । বাকিরা গুরুতর আহত হন । গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে প্রত্যেককেই বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পাশাপাশি বজ্রপাত নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।।