এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পুর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর ঃ মঙ্গলবার সকালে কাটোয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের ।আহত হয়েছেন তিন জন । মৃত কিশোরের নাম আকাশ পন্ডিত(১৭) । তার বাড়ি কাটোয়া থানার কুরচি গ্রামে । আহতরা হলেন সুরজ পন্ডিত(১৯), চন্দন পন্ডিত ও অসিত থান্ডার(৪৬) । আহতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি কুরচি গ্রামে । তৃতীয়জন কাটোয়ার বাগনারা গ্রামের বাসিন্দা । আহতরা প্রত্যেকেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
এদিন সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে কাটোয়ার সিঙ্গি মোড় ও বরডাঙ্গার মাঝামাঝি এলাকায় । স্থানীয় সুত্রে জানা গেছে, কুরচি গ্রামের বাসিন্দা আকাশ পণ্ডিত,সুরজ পণ্ডিত ও চন্দন পণ্ডিত বাইকে চড়ে পাটুলি বাজারে যাচ্ছিলেন । সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয় বাইকটি । তিনজনেই ছিটকে পড়ে । তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না । আকাশ মাথায় গুরুতর আঘাত পায় । তাঁরা জখম অবস্থায় কিছুক্ষন রাস্তাতে পড়ে থাকার পর কয়েকজন বরডাঙ্গার দিকে যাওয়ার সময় তাদের দেখতে পায় । তারপর তাঁরা আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা আকাশকে মৃত বলে ঘোষনা করেন । দুজনের মধ্যে সুরজের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । চন্দন বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে আকাশ ও সুরজ সহোদর ভাই। চন্দন তাদের জ্যাঠার ছেলে। আকাশ কেরলে রাজমিস্ত্রির কাজ করত বলে জানা গেছে ।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কাটোয়া-বর্ধমান সড়কপথে ডাকবাংলো মোড়ের কাছে । জানা গেছে, কাটোয়ার বাগনারা গ্রামের বাসিন্দা পেশায় গোপালক অসিত থান্ডার সাইকেলে চড়ে দুধ বিক্রি করতে যাচ্ছিলেন । তিনি ডাকবাংলো মোড়ের কাছে এলে কাটোয়া থেকে বর্ধমানগামী একটি পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয় । স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন ।।