এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : বোমা বাঁধতে গিয়ে আচমকা বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক দুষ্কৃতীর । গুরুতর আহত হয়েছে আরও এক দুষ্কৃতী । আজ শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার রাজুয়া গ্রামে । খবর পেয়ে পুলিশ দুই হতাহতকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । মৃতের পরিচয় এখনো পর্যন্ত জানা না গেলেও আহতকে শেখ তুফান চৌধুরী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ । রাজুয়া গ্রামেই তার বাড়ি । আহত দুষ্কৃতী গুরুতর জখম অবস্থায় বর্তমানে কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন । কি উদ্দেশ্যে দুষ্কৃতীরা বোমা বাঁধছিল এবং এই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কিনা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ ।
জানা গেছে,কাটোয়া থানার রাজুয়া গ্রামের বাসিন্দা লম্বু শেখ নামে এক ব্যক্তির মাটির বাড়িতে আজ সন্ধ্যা থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধার কাজ করছিল । স্থানীয় দুষ্কৃতীদের পাশাপাশি বেশ কিছু অচেনা লোকও ছিল বলে দাবি গ্রামবাসীর । তাদের অনুমান যে বীরভূমের কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধার কাজে লিপ্ত ছিল ।
স্থানীয় সূত্রে খবর,রাত্রি ৯ টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা রাজুয়া গ্রাম । বিস্ফোরণের তীব্রতা এতটাই তীব্র ছিল যে লম্বু শেখের মাটির বাড়িটি কার্যত গুঁড়িয়ে যায় । বাকি দুষ্কৃতীরা চম্পট দিলেন দেওয়াল চাপা পড়ে যায় রাজুয়া গ্রামেরই বাসিন্দা শেখ তুফান চৌধুরী এবং এক অচেনা দুষ্কৃতী । খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে ধ্বংসস্তুপ থেকে দুই দুষ্কৃতীকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে আসে৷ তাদের মধ্যে এক দুষ্কৃতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এদিকে এই ঘটনার পর ব্যাপক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায় ।।

