প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের জোতরামে শ্যুট আউটের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ রবি । তার বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার বাগিলা এলাকায় । গ্রেফতারির খবর জানিয়ে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন,২০১৯ সালে বর্ধমান শহরের জিটি রোডের ঢলদীঘি মোড়ে একটি খাবারের দোকানে বোমাবাজির ঘটনায় জড়িত ছিল ধৃত ব্যক্তি ।
শ্যুট আউটের ঘটনাটি ঘটে গত শুক্রবার বেলা সাড়ে ১১ টা নাগাদ । সদীপ দাস ওরফে খোকন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর সোনা লুট করতে এসে বাধা পেয়ে ব্যবসায়ী পেটে গুলি চালিয়ে জখম করে পালিয়ে যায় দুস্কৃতিরা । বর্ধমানের বৈকন্ঠপুরের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ী এখনও বর্ধমান ১৯ জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান,ঘটনার দিন মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতী খোকন দাসের দোকানে এসেছিল । কালো প্যান্ট,সাদা জামা এবং রোদ চশমা পরে আসা দুই দুষ্কৃতীদের মধ্যে একজন ক্রেতা সেজে ভিতরে ঢোকে । অন্যজন তখন দোকানের বাইরে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে পরিস্থিতির উপর নজর রাখছিল । কিছুক্ষণ পরেই দোকান থেকে গুলি চালানোর আওয়াজ আসে । আশপাশের লোকজন খোকন দাসের দোকানে ছুটে গেলে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বাইকে চড়ে চম্পট দেয় ।
এই ঘটনায় শক্তিগড় থানার পুলিশ ৩২৬/৩০৭ /১২০বি এবং ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে । অবশেষে শেখ রবি নামে এক দুষ্কৃতীকে সোমবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । আজ মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে,অপর দুষ্কৃতীর সন্ধান পেতে ধৃতকে জেরা করা হচ্ছে ।।