এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ এপ্রিল : ভাতারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবক । আরও তিন বাইক আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন । শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার হাঁড়গ্রামের কাছে ভাতার সামন্তী রোডে । মৃত যুবকের নাম রানা ঘরুই(১৯) । তাঁর বাড়ি ভাতারের পালার গ্রামে । একই গ্রামের বাসিন্দা আহত তিন যুবকের নাম রাজু মাঝি,দেবাশীষ হাজরা ও অভিজিৎ মাঝি । তাঁদের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক । পুলিশ ট্রাকটরটি ও দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটি আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চার যুবক রঙমিস্ত্রির কাজ করেন । এদিন দুটি বাইকে চড়ে তাঁরা ভাতার থানার খেড়ুর গ্রামে কাজে গিয়েছিলেন । কাজ সেরে দুপুর প্রায় বারোটা নাগাদ তাঁরা বাড়ি ফিরছিলেন । একটি বাইকে ছিলেন রাণা ও তাঁর প্রতিবেশী রাজু। অন্য বাইকটিতে চড়ে আসছিলেন দেবাশীষ ও অভিজিৎ । তাঁরা ভাতার সামন্তী রোড ধরে ফেরার সময় হাঁড়গ্রামের পূর্ব পাড়ার বাঁকের কাছে আসতেই দুর্ঘটনাটি ঘটে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক দুটি আগে পিছু করে আসছিল । আগের বাইকটি চালাচ্ছিলেন রানা নামে ওই যুবক । তিনি হাঁড়্গ্রামের বাঁকের কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাকটরের সামনে সজোরে ধাক্কা দেন । ট্রাক্টরটি জোরে ব্রেক কষতেই ধান বোঝাই ট্রলিটি উলটে পড়ে । কিন্তু তার আগেই পিছনের বাইকটিও ট্রাক্ট্ররের পাশে চলে এসেছিল । ফলে ওই বাইকের দুই আরোহীই ধানের বস্তা চাপা পড়েন ।
জানা গেছে,স্থানীয় লোকজন আহত চার যুবককে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন । কিন্তু চিকিৎসকরা রানা ঘরুইকে মৃত বলে ঘোষনা করেন ৷ আহতদের মধ্যে রাজু মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । বাকি দুই যুবক ভাতার হাসপাতালে চিকিৎসাধীন ।।