এইদিন ওয়েবডেস্ক,নাইপিদো,০৯ এপ্রিল : দীর্ঘ কয়েক বছর ধরে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে মিয়ানমারে প্রায় ১৮ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয় (UNOCHA) । গত ৭ এপ্রিল জারি করা এক বিবৃতি বলা হয়েছে,২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ১৪ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, বাকি ৪ লক্ষ মানুষ ২০২১ সালের ফেব্রুয়ারির আগে সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ।বাস্তুচ্যুত মানুষরা হয় ত্রাণ শিবিরে নচেৎ আশপাশের বনাঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে । বিবৃতিতে দাবি করা হয়েছে, মায়ানমার জুড়ে একাধিক রাজ্য ও অঞ্চলে এখনও সশস্ত্র সংঘর্ষ চলছে । যে কারণে বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে ।
এদিকে কাচিন রাজ্যের এইচপাকান্ত টাউনশিপে বিমান হামলা, মোয়ে নিন টাউনশিপে বিস্ফোরণ, এইচপাকান্ট, শ্বে কু এবং সুমপ্রাবুম টাউনশিপে সামরিক অভিযানের সময় বহু সাধারণ মানুষদের গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে । বিবৃতিতে বলা হয়েছে, মার্চের শুরু থেকে শ্বে কু টাউনশিপের বেশিরভাগ গ্রামের প্রায় ১,৩০০ জনেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে ১০ টি অস্থায়ী শিবির অথবা বনে বসবাস করতে বাধ্য হয়েছে । বর্তমানে ওই বিপুল সংখ্যক মানুষের খাদ্য, পানীয়, চিকিৎসা, আশ্রয়ের মত মৌলিক সহায়তা প্রয়োজন । কিন্তু সেনা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের কারনে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয়।।