দিব্যেন্দু রায়, ভাতার, ০৫ নভেম্বর ঃ বৃহস্পতিবার ভাতারের কৃষিমান্ডিতে সহায়কমূল্যে ধানবিক্রির টোকেন নিতে এসে বিক্ষোভ দেখালেন কৃষকরা । কৃষকদের অভিযোগ,দুর দুরান্তের গ্রাম থেকে তাঁরা টোকেন নিতে আসছেন । গভীর রাতে বাড়ি থেকে বেড়িয়ে কৃষি মান্ডিতে এসে লাইন দিচ্ছেন । তার পরেও তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে । ফলে চুড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের । যদিও কৃষকদের এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ । এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মুকুল রায় বলেন,”কয়েকজন চাষি অযথা ঝামেলা করেছেন । তা সত্বেও আমরা কৃষকদের পরিসেবা দিয়ে যাচ্ছি। আমরা চাষিদের হয়রানি করিনি ।”
জানা গেছে,সম্প্রতি ভাতার ব্লকে সরকারি সহায়কমুল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে । ভাতার বাজারে কৃষিমাণ্ডি থেকে কৃষকদের প্রথমে টোকেন দেওয়া হচ্ছে । ওই টোকেনে উল্লেখ করে দেওয়া হচ্ছে ধান বিক্রি করার নির্দিষ্ট তারিখ । এদিন ভোর থেকে দেখা যায় ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আগত শতাধিক কৃষক টোকেন নেওয়ার জন্য ভাতার কৃষি মান্ডিতে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন । তারপর সাড়ে দশটা নাগাদ বেশ কিছু কৃষক মিলে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন।
বিক্ষোভকারীদের মধ্যে স্বরূপ সরকার, হায়াত আলি,নজরুল ইসলাম, হায়ত আলিরা বলেন, “কর্তৃপক্ষ বলছে প্রতিদিন ৩৫ জনকে টোকেন দেওয়া হবে । ফলে বিগত তিন চারদিন ধরে টোকেন নিতে এসে আমাদের ঘুরে যেতে হচ্ছে ।” পাশাপাশি তাঁরা বলেন, “আমাদের দুর দুরান্তের গ্রাম থেকে আসতে হয় । গভীর রাতে বাড়ি থেকে আমাদের বেরিয়ে ভাতার কৃষি মান্ডিতে এসে লাইনে দাঁড়াতে হয় । ফলে আমাদের চুড়ান্ত নাকাল হতে হচ্ছে । এই পরিস্থিতিতে কবে ধান বিক্রি করতে পারবো জানি না।” এছাড়া ধান বিক্রির তারিখ দেওয়া নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
এছাড়া ধান বিক্রির তারিখ দেওয়া নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা । জানা গেছে,এই সমস্ত অভিযোগ তুলে এদিন সকালে বেশ কিছু কৃষক বিক্ষোভ দেখাতে শুরু করে দিলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শেষে প্রায় ১৯০ জন কৃষককে টোকেন দেওয়ার ব্যবস্থা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।