এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জানুয়ারী : জায়গার চরিত্র বদলে ফেলে বহুতল নির্মানের কুফল হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যের রাজধানী শহর কলকাতার বাসিন্দারা । বিগত কয়েকদিন ধরে ট্যাংরা, বাঘাযতীন, আগরপাড়ায় একের পর এক বাড়ি হেলে পড়ে । যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে । তার জের মিটতে না মিটতেই বাগুইহাটি জগতপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনা আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড বাগুইহাটির জগতপুর নেতাজি পল্লীতে পাশাপাশি ওই দুটি বহুতলকে গায়ে গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী । তাদের অভিযোগ যে পুরসভার নাকের ডগায় পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে বহুতল দুটি নির্মান করা হয়েছিল । যেকারণে আজ এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ । বর্তমানে বিপজ্জনক অসস্থায় দাঁড়িয়ে রয়েছে ভবন দুটি । যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ।
এদিকে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস শাসিত বিধাননগর পৌরনিগমের দিকে অভিযোগের আঙুল উঠছে । যদিও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝু্কু মন্ডলের সাফাই,আমার সময়ে এই ভবন দুটি তৈরি হয়নি, যখন তৈরি হয় তখন কাউন্সিলর ছিলেন তৃণমূল কংগ্রেসের আশা নন্দী । তিনি আরও জানিয়েছেন, বাড়ি দুটি হেলে পড়ার ঘটনার কথা জানিয়ে তিনি বিধান নগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন ।।