এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৫ আগস্ট : সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে জব্দ করতে ভাতে মারার পরিকল্পনা করেছে ইসরায়েল । গাজায় খাবার ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পৌঁছানোর রাস্তা অবরুদ্ধ করে রেখে সন্ত্রাসী গোষ্ঠীটিকে অনাহারে মারতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । কিন্তু এর ফলে বেঘোরে প্রাণ যাচ্ছে শিশুসহ ফিলিস্তিনি নাগরিকদেরও । জানা গেছে,ইসরায়েলি অবরোধের কারণে গত ২৪ ঘন্টায় এক শিশুসহ আট ফিলিস্তিনি অনাহারে মারা গেছে । সোমবার ইসরায়েল মাত্র ৯৫টি ত্রাণ ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছিল । যা প্রয়োজনের তুলনায় নগন্য ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে অবরুদ্ধ জনগোষ্ঠীর মৌলিক চাহিদা মেটাতে প্রতিদিন কমপক্ষে ৬০০ ট্রাক খাদ্যসামগ্রী প্রয়োজন । জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ঘোষণা করেছে যে ইসরায়েলি বোমাবর্ষণ এবং মানবিক সাহায্যের বাধার কারণে গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে ২৮ জন শিশু মারা যাচ্ছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের তীব্র আক্রমণ অব্যাহত থাকায়, এই অঞ্চলের অবরোধের ফলে প্রতিদিন ফিলিস্তিনিদের অনাহারে মৃত্যু ঘটছে এবং মানবিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে।।