এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ জুন : মালদার কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চীনা নাগরিক হান জুনেইয়কে মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ । শনিবার দুপুর দেড়টা নাগাদ তাঁকে আদালতে আনা হয় । তার আগে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল আদালত প্রাঙ্গনে । পুলিশ ধৃতকে আদালতে পেশ করে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
উল্লেখ্য,বৃহস্পতিবার ভোরে কালিয়াচকের মিলিক সুলতানপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। বিএসএফ ধৃতকে দফায় দফায় জেরা করার পর শুক্রবার সন্ধ্যায় কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় । হানের বিরুদ্ধে ভারতের বৈদেশিক আইন অনুযায়ী অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে । পুলিশ সুত্রে খবর,ওই চীনা নাগরিকের ভারতে অবৈধভাবে প্রবেশ করার পিছনে অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । তদন্তকারী আধিকারিকদের সন্দেহ কোনও আর্থিক প্রতারণার উদ্দেশ্যও থাকতে পারে ।
অন্যদিকে ধৃত চীনা নাগরিক এর বিরুদ্ধে উত্তরপ্রদেশে এটিএস এর আগেই মামলা দায়ের করেছিল । সে কারণেই তাকে ভারতের ভিসা দেয়নি চীন । হান কী উদ্দেশ্যে এবং কার সাহায্যে সে ভারতে ঢুকে ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।।